বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার ইউসুফ মার্কেট ইয়ারপুরে জেনারেশন নেক্সট ফ্যাশন লি.-এর শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক মো. সারোয়ার আলম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে বাইপাইলের দিকে যেতে দেখা গেছে শ্রমিকদের।
শ্রমিকরা জানান, দুই মাসের বেতন বকেয়া থাকায় তারা বাড়ি ভাড়াসহ মুদি দোকানের টাকা পরিশোধ করতে পারছেন না। অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষকে বেতন দিতে বাধ্য করার লক্ষ্যে তারা মহাসড়কে অবস্থান কর্মসূচির উদ্দেশে বাইপেলের দিকে অগ্রসর হচ্ছেন।
পুলিশ জানায়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।