নেত্রকোনায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
নেত্রকোনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
এ ছাড়া আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন পুলিশ সুপার। বড়দিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ সুপার সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সাহেব আলী পাঠানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।