গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/gazipur_news_pic.jpg)
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় আজ বিকেল পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার রাতে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হকের ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে তা প্রতিহত করতে ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী আন্দোলনের কিছু ছাত্র। এ সময় মন্ত্রীর অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ওই বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা ১৭ ছাত্রকে আটক করে বেধড়ক মারধর করে। একই সময় স্থানীয় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজনও সেখানে এসে ছাত্রদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জিএমপির সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন জানান, মহানগরীর ধীরাশ্রম এলাকায় লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা চালিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আজ বিকেল পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. সিদ্দিক হোসেন আরও জানান, গতকাল শনিবার সন্ধ্যার পর শহরের রাজবাড়ি সড়কে ছাত্রদের লক্ষ্য করে গুলি করার ঘটনায় এক ছাত্র আহত হন। এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।