বসুন্ধরা পেপার মিলসকে ৫ লাখ টাকা জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/munshiganj_basundhara_news.jpg)
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় বসুন্ধরা পেপার মিলসকে পরিবেশ সংরক্ষণ আইনে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া তিন মাসের মধ্যে পরিবেশ আইনের সব বিধি-বিধান প্রতিপালন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট প্রজেক্ট হেডকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং গজারিয়া থানা ও জিলা পুলিশ লাইনসের দুটি দল।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় বসুন্ধরা পেপার মিলসকে পাঁচ লাখ টাকার দণ্ডাদেশ দিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট প্রজেক্ট হেডকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।