রিয়াজ হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডি থানায় রিয়াজ হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ জুনাইদ আহমেদ পলককে হাজির করে পাঁচদিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিন রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ৪ আগস্ট ধানমণ্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমণ্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।
গত ১৪ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হন। এরপরে পলকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।