হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
 
          সৌদি আরবে হজ করতে গিয়ে মারা যাওয়া নোয়াখালীর সোনাইমুড়ীর মো. মজিব উল্যা ও ঢাকার কেরানীদগঞ্জের মনোয়ারা বেগম। ছবি : এনটিভি        
          সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কা ও আরাফায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মনিয়া এবং অপরজন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. মজিব উল্যা।
আজ রোববার (৮ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৯ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১১ জন, মদিনায় ৭ এবং আরাফায় একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ পুরুষ ও ২ নারী। এ ছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ৪০ বাংলাদেশি।
হজ শেষে ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

 
                   কামাল পারভেজ অভি, মক্কা
                                                  কামাল পারভেজ অভি, মক্কা
               
 
 
 
