বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে
 
রাজধানীর গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১০ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
এর আগে খায়রুল বাশার বাহারকে ১০ দিনের রিমান্ডে নিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা গেছে, আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।
গতকাল সোমবার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
