গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত নজরুল ইসলাম (৩২) নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারণা, তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারণে আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গলাকেটে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

 
                   খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
                                                  খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
               
 
 
 
