মুজিবনগর সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুজিবনগর বিওপির দায়িত্বাধীন ১০৫ নম্বর প্রধান পিলার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে এই বৈঠক হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষ থেকে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১৫ ব্যাটালিয়নের জেআরডি ক্যাম্পের কোম্পানি কমান্ডার।
সীমান্ত এলাকায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল—সীমান্ত হত্যা না হওয়ার বিষয়টি নিশ্চিত করা। মানব পাচার রোধ। মাদক চোরাচালান প্রতিরোধ ও চোরাচালান বন্ধ। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। উভয় পক্ষই সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করে।
বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের আস্থা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে।