উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নয় : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপি উচ্চকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটি এখনই নিম্নকক্ষে পিআরের পক্ষে অবস্থান নিচ্ছে না। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপি’র স্পষ্ট অবস্থান আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই।’ তিনি আরও বলেন, বিচারিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং জুলাই সনদের কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরই গণতান্ত্রিক ধারায় ফিরতে এনসিপি একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছে।
সারজিস আলম জানান, নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার হার তত বাড়বে।
নির্বাচনী জোট প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে বা জোটগতভাবেও যেতে পারে। জোট গঠনের বিষয়ে এনসিপির স্পষ্ট শর্ত তুলে ধরে তিনি বলেন, যদি জোট হয় তাহলে সমঝোতা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মাধ্যমে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে দেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও এনসিপি জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এসময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।