সালাহউদ্দিন আহমেদকে জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার (১৮ অক্টোবর) দলীয় সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকালের ঘটনায় জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে এমনটা বলেছেন।’
জুলাই যোদ্ধাদের এমন আখ্যা দেওয়াকে ‘কষ্টের ও বেদনাদায়ক’ উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের আহ্বান থাকবে সালাহউদ্দিন আহমেদ যেন তার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করেন এবং জুলাই আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান।
এনসিপির আহ্বায়ক আহ্বান জানান,‘ সালাহউদ্দিন আহমদ যেন জুলাই যোদ্ধাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, ইতিহাস শোনেন— কারা লড়াই করেছিল, কীভাবে লড়াই করেছিল এবং এই দেশটা স্বাধীন হয়েছিল এবং আমরা এখানে কথা বলতে পারছি।’
এর আগে, শুক্রবার (১৭ অক্টােবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যেসব বিশৃঙ্খলতা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’