নিরাপদ সড়ক দিবসে ১২০ মোটরসাইকেল চালকের মাঝে হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হাসান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. বদরুদ্দোজা, ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনসহ প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ট্রাফিক আইন না মানা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ওভারটেকিং সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিয়ন্ত্রণ ও মোটরসাইকেল চালকদের ডোপ টেস্টের ব্যবস্থা করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কেবল তারাই বুঝতে পারে। তাই প্রত্যেক চালককে দায়িত্বশীল হতে হবে। পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ১২০ জন মোটরসাইকেল চালকের মাঝে হেলমেট বিতরণ করেন।