জুলাই মঞ্চনেত্রীর মামলায় এনসিপিনেতা গ্রেপ্তার
প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণা—এমন অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
মামলা সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’ এর এক নেত্রীর সঙ্গে এনসিপিনেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ দেওয়ার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন। দুদিন অনশন চলার পর জেলা পর্যায়ের এনসিপিনেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী এনসিপিনেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শরীফুল ইসলাম, চাঁদপুর