বিশেষ অভিযানে সারা দেশে আরও ১২৫৬ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট এক হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে দুটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, পাচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি কার্তুজ, একটি গুলির খণ্ডিত অংশ ও একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)