এনসিপির নেতারা কে কোন আসনে লড়বেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির এ ঘোষণার পর রাতে জানা গেল, ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ঢাকা-১৮ আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করবেন।
এনসিপির একটি সূত্র বলছে, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম ও নরসিংদী-২ আসনে লড়বেন সারোয়ার তুষার। যদিও সূত্রটি নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, নাহিদ ইসলাম আগেই ঘোষণা করেছেন তিনি ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-৯ আসনে তাসনিম জারা নির্বাচন করবেন বলে জানা গেছে।
অপরদিকে আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, সুলতান মুহাম্মদ জাকারিয়া নোয়াখালী-২, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, রংপুর-৪ আসনে আখতার হোসেন নির্বাচনের মাঠে লড়াই করবেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক