ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১০
ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে—নরসিংদীর পাঁচজন, ঢাকার চারজন এবং গাজীপুরের একজন রয়েছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
নরসিংদীতে বাবা-ছেলেসহ নিহত ৫
শহরের গাবতলী এলাকায় একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা ভবনের ওপর পড়ে বাড়ির মালিক দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর ফারুক এবং মেয়ে তাসফিয়া আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দেলোয়ার ও তার ছেলেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলে দুজনই মারা যান।
পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আসকিতলা গ্রামে ভূমিকম্পের সময় গাছে উঠে ডালা কাটার কাজ করছিলেন ফুরকান মিয়া। হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যান।
ঢাকায় মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ৪
পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), আব্দুর রহিম (৪১) ও মেহরাব হোসেন রিমন (৩০)। বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হয়েছেন। জেলা প্রাশসক মো. রেজাউল করিম এ তথ্য জানান।
নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।

নিজস্ব প্রতিবেদক