খুলল ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল, সশরীরে ক্লাস শুরু ২০ অক্টোবর
দীর্ঘ ১৭ মাস পর আজ শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক আটটি হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
করোনার অন্তত প্রথম ডোজ টিকা নেওয়া আবাসিক শিক্ষার্থীরাই এখন হলে উঠতে পারছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং দেশরত্ন শেখ হাসিনা হলে ফুল, চকলেট-বিস্কুট ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হল খুলে দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে বলেও জানানো হয়।

এনটিভি অনলাইন ডেস্ক