অতনুর নির্দেশনায় শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম
বিজ্ঞাপনটির দৃশ্য। ছবি : সংগৃহীত
নির্মাতা অতনু আদিত্যের পরিচালনায় জুটি বাধলেন শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম। গত ৭ জানুয়ারি রাজধানী ঢাকার নাইন এন্ড হাফ স্টুডিওতে দৃশ্যধারণ করা হয়েছে একটি বিজ্ঞাপনের। নাইনটি মিনিটস ফিল্ম প্রডাকশন হাউজের তত্বাবধানে বিজ্ঞাপনে নির্দেশনা করেছেন অতনু আদিত্য।
প্রথমবারের মতো এই দুজন একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘গল্পটি বেশ ভালো লেগেছে। আর সাবেরি আপার সঙ্গে কাজ করা হলো বেশ কিছুদিন পরে। সব মিলিয়ে ভালো হয়েছে কাজটি। নির্মাতা অতনুর জন্য সবসময় শুভ কামনা।’
অতনু আদিত্য বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন কোম্পানির টিভিসি, ওভিসি নিমান করে যাচ্ছেন। খুব শীঘ্রই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং অনলাইনে বিজ্ঞাপনটি দেখতে পাওয়া যাবে।

বিনোদন ডেস্ক