আরিফিন শুভর সঙ্গে প্রেম ছিল, বিচ্ছেদ কেন হয়েছিল প্রশ্নে বিন্দুর ‘উত্তর নেই’
দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করে প্রায় এক দশক পর শোবিজে ফিরেছিলেন আফসান আরা বিন্দু। সেই আলোচিত প্রত্যাবর্তনের পর আর অভিনয়ে দেখা যায়নি তাঁকে। তবে এবার অভিনয় নয়, নিজের ব্যক্তিগত গল্প নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।
দেশের একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে অংশ নিয়ে প্রথমবারের মতো নিজের বিবাহ বিচ্ছেদ ও প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বিন্দু। আর সেখানেই কৌশলী স্বীকারোক্তি—আরিফিন শুভর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।
অনুষ্ঠানে সঞ্চালক যখন সরাসরি শুভর সঙ্গে প্রেমের বিষয়টি জানতে চান, তখন কিছুটা ইতস্তত হয়ে পড়েন বিন্দু। হালকা হাসিতে বলেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম… বিপজ্জনক প্রশ্ন!’ বিচ্ছেদ কেন হয়েছিল প্রশ্নে থেমে বিন্দু যোগ করেন, ‘কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই।’
তিনি আরও বলেন, কাজই তখন ছিল তাঁদের সবকিছু। ‘আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে এর বাইরে কিছু ভাবার সুযোগই ছিল না। কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম,’—বলেন বিন্দু।
ভবিষ্যতে আবার আরিফিন শুভর সঙ্গে কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। সুযোগ এলে কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই বলে জানান বিন্দু। সবকিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চান তিনি।

বিনোদন ডেস্ক