সেই কাঠগোলাপ আছে, মা নেই : মৃত্যুবার্ষিকীতে মায়ের জন্য দোয়া চাইলেন আরিফিন শুভ
মন মা অন্তঃপ্রাণ নায়ক সচরাচর দেখা যায় না, ঢালিউডে এমন কথা প্রচলন আরিফিন শুভর জন্য। ২০২৩ সালের আজকের দিনে (২৪ জানুয়ারি) সেই মা খাইরুন নেছাকে হারান শুভ।
মায়ের মৃত্যুবার্ষিকীতে মায়ের সঙ্গে ছাদ বাগনের একটি ছবি শেয়ার করে এক আবেগী স্ট্যাটাস দিয়েছেন। যেখানে নায়ক লিখেছেন, ‘কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের পছন্দের ফুল। ছাদে তাঁর প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’
এরপর আরিফিন শুভ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব,
বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু…মা আল্লাহর কাছে আজ দুই বছর।সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।
২০২৩ আজকের দিনে (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শুভর মা খাইরুন নেছা ইন্তেকাল করেন।
প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নেছা। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে শুভ ভক্তরা তার মায়ের সম্পর্কে ভালোই অবগত।

বিনোদন ডেস্ক