আট শতাধিক সিনেমার অভিনেতা গাঙ্গুয়া এখন ইউটিউবে ব্যস্ত

মোহাম্মদ পারভেজ চৌধুরী নাম হলেও সিনেমার পর্দায় তিনি পরিচিত শুধুই গাঙ্গুয়া নামে। ঢাকাই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন আট শতাধিকের বেশি সিনেমায়। গাঙ্গুয়ার ভাষ্যমতে, ‘এই ৮০০ সিনেমার নাম আমার খাতায় লেখা আছে, বাকিগুলো হিসাব নেই।’
আজ শনিবার বিকেলে এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট প্রদান করতে আসা গাঙ্গুয়ার কাছে এনটিভি অনলাইন প্রশ্ন রেখেছিল, এখন ব্যস্ততা যাচ্ছে কী নিয়ে? অভিনেতার উত্তর, ‘এখন তো কোনো ছবি নাই। এখন ইউটিউবে কাজ করে সময় চলে যাচ্ছে। আর সুস্থ থাকার জন্য জিম করছি।’
এত সিনেমায় অভিনয় করা জনপ্রিয় একজন অভিনেতার সিনেমা নেই? এমনটা কেন? এই প্রশ্নের উত্তরে গাঙ্গুয়া বলেন, ‘আসলে সিনেমা হলই নেই। সিনেমা হল ভেঙে সবাই মার্কেট করছে। যার কারণে আমাদের দর্শকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, আর মাঝখানে চলে এলো করোনা।’
এনটিভি অনলাইন গাঙ্গুয়ার কাছে প্রশ্ন রেখেছিল, আপনাকে পরিচালকেরা আর ডাকছেন না, সেজন্যই কি আপনি ইউটিউবে ব্যস্ত? গাঙ্গুয়ার উত্তর, ‘আমি ২০২০ সালে সবশেষ সিনেমা করেছি। আসলে ইউটিউবের ভাইরা আমাকে ডাকে, বলে আপনি একটু অভিনয় করে দিলে আমাদের উপকার হয়। সেজন্যই ইউটিউবে কাজটা করি।’

১৯৭৮ সালে ঢাকাই সিনেমায় পা রাখা গাঙ্গুয়ার তাঁর দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিনই অভিনয় করে যেতে চান।
গাঙ্গুয়ার জন্ম জয়পুরহাটে। আট ভাই, চার বোনের মধ্যে সবার ছোট তিনি। চিত্রনায়ক জসিম সিনেমার পর্দায় সহজে পরিচিত হওয়ার জন্য ‘গাঙ্গুয়া’ নাম দেন। দীর্ঘদিন কাজ করার পর ১৯৯২ সালে নজরুল পরিচালিত ‘মাস্তান রাজা’ সিনেমায় প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে গাঙ্গুয়া এক কন্যা সন্তানের জনক, যিনি একজন শিক্ষিকা। আর স্ত্রী গৃহিণীর পাশাপাশি বিউটিশিয়ান।