ঈদে সাত দিন এনটিভির বর্ণাঢ্য আয়োজন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। দেশের জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত একক নাটক, ধারাবাহিক নাটক, নৃত্যানুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান, বাংলা সিনেমাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কী কী থাকছে—
ঈদুল ফিতরের প্রথম দিন
সকাল ৭টায় ইসলামী অনুষ্ঠান : আপনার জিজ্ঞাসা। প্রযোজনা করেছেন শাহ মোহাম্মদ সাইফুল্লাহ। উপস্থাপনা করেছেন জয়নুল আবেদীন। ৮টায় শিশুতোষ অনুষ্ঠান : হৈচৈ। উপস্থাপনা করেছেন রোদেলা ঋদ্য। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। ৯টায় নাটক : স্বপ্নীল। রচনা ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন, পাভেল ইসলাম, খায়ুল আলম টিপু, সুজাত শিমুল প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : কথা দাও সাথী হবে। পরিচালনা সোহানুর রহমান সোহান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, নাসরিন, আফজাল শরীফ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : কঠিন প্রেম। পরিচালনা এম বি মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, প্রবীর মিত্র, রেবেকা, মিশা সওদাগর, কোবরা, সুব্রত প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০১। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০১। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালক সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : এই পৃথিবী আমাদের। রচনা ও পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে তাহসান খান, পূর্ণিমা, মনিরা মিঠু, খলিলুর রহমান কাদেরী, মোহাম্মদ মামুন, আনোয়ার হোসাইন, রিমু রেজা খন্দকার প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০১। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : শেষটা অন্যরকম ছিল। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা, শিল্পী সরকার অপু প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : অতঃপর। রচনা ও পরিচালনা : সেরনিয়াবাত শাওন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, কায়েস চৌধুরী, সাহানা আফরোজ স্বপ্না, মানতানা ওয়ারদা, সোহান প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা : সায়েম। শিল্পী : প্রতীক ও ঝিলিক।
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : আড্ডায় আনন্দে। উপস্থাপনা : শুভ্রদেব। প্রযোজনা : হুমায়ূন ফরিদ। অংশগ্রহণে জাভেদ ওমর বেলিম, আসিফ, ডালিয়া ও শিরিন আক্তার। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : পাঁচ রঙে অপু বিশ্বাস। প্রযোজনা : মোহাম্মদ নুরুজ্জামান। ৯টায় নাটক : ফড়িং জীবন। রচনা ও পরিচালনা : গৌতম কৈরী। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : কিস্তিমাত। পরিচালনা : আশিকুর রহমান। অভিনয়ে আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর, টাইগার রবি, আফজল শরীফ, রেবেকা প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : শিকারি। পরিচালনা : জয়দীপ মুখার্জি ও জাকির হোসেন। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী, রাহুল দেব, সুব্রত বড়ুয়া, সব্যসাচী চট্টোপাধ্যায়, খারাজ বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, অমিত হাসান, রেবেকা রউফ, শিবা শানু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০২। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০২। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : গরম ভাতের গন্ধ। রচনা : ইসরাত আহমেদ। পরিচালনা : সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, মম, সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহসান, মাহাবুব, মুক্ত, আনিকা সুপ্ত প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০২। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : বিদ্রোহী প্রেমিক। রচনা : মতিন সাগর। পরিচালনা : নাজমুল হাসান। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক : ৩০০ টাকার প্রেম ১০০ টাকা। চিত্রনাট্য : মুনতাহা বৃত্তা। গল্প ও পরিচালনা : আলমগীর রুমান। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, জয়রাজ, মাহাবুব রহমান প্রমুখ। রাত ১২টায় কিংবদন্তির গান : আমজাদ হোসেন। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা : শান্তা জাহান। শিল্পী : আতিক ও লুইপা।
ঈদুল ফিতরের তৃতীয় দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : তারকা জুটি। উপস্থাপনা : ফারজানা বীথি। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে সিয়াম আহমেদ ও পূজা চেরি। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : তাল তরঙ্গ। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশগ্রহণে অপি করিম, র্যাচেল প্যারিস প্রিয়াঙ্কা, মারিয়া, ফারিহা প্রমুখ। ৯টায় নাটক : রঞ্জনা আমি আবার আসবো। রচনা : অপূর্ণ রুবেল। পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন, মাহমুদুল ইসলাম মিঠু, এস এম মহসিন, মম আলী প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : বল না কবুল। পরিচালনা : শাহাদাত হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সিলভী, আলীরাজ, রেবেকা চৌধুরী, শবনম পারভীন, কাবিলা, ডন, আহমেদ শরীফ, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : প্রেমী ও প্রেমী। পরিচালনা : জাকির হোসেন রাজু। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, আমজাদ হোসেন, প্রবীর মিত্র, রেবেকা, শিবা শানু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৩। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০৩। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : দশ লাখ মার্বেল। রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, মম, সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহসান, মাহাবুব, মুক্ত, আনিকা সুপ্ত প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৩। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : তেজপাতা। রচনা : রাজিব আহমেদ। পরিচলনা : রুবেল হাসান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, মনিরা মিঠু প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : গল্পটা তোমার জন্য নয়। রচনা : মো. সাইফুর রহমান কাজল। পরিচালনা : মেহেদী হাসান জনি। অভিনয়ে শার্লিন ফারজানা, মনোজ প্রামাণিক, ফখরুল বাশার মাসুম, আযম খান প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : শাহ আব্দুল করিম। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা : শ্রাবণ্য তৌহিদা। শিল্পী : আরিফ ও বিন্দু কণা।
ঈদুল ফিতরের চতুর্থ দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : দি লিজেন্ড। উপস্থাপনা : নাবিলা। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশগ্রহণে চিত্রনায়ক আলমগীর, মুহিন ও সিঁথি সাহা। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : হৃদয় আমার নাচেরে। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে হিমি, সিনথিয়া, আহিয়া তাজিন, মনিরা, অনন্যা বণিক। ৯টায় নাটক : সে ভালোবেসেছিল। রচনা ও পরিচালনা : এস আর মজুমদার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : মাটির ঠিকানা। পরিচালনা : শাহ আলম কিরণ। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, সাকিবা, আলমগীর, দিতি, আলীরাজ, শিবা শানু প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : প্রেমে পড়েছি। পরিচালনা : শাহাদাত হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা, আলীরাজ, বুলবুল আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৪। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০৪। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : লক্ষ্মীটেরা বউ। রচনা ও পরিচালনা : শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, রুম্পা, সবুজ রহমান প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৪। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : মেইড ফর ইচ আদার। রচনা ও পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, তাসনিয়া ফারিণ, জেরিন খান রত্না, সাগর হুদা, শিখা খান প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : বিজ্ঞাপন। রচনা : আশরাফুল চঞ্চল। পরিচালনা : সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, হিমি, নূরে আলম নয়ন, নিকোল কুমার মণ্ডল, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : লাকী আখন্দ। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা : মৌসুমী মৌ। শিল্পী : নন্দিতা ও সাব্বির।
ঈদুল ফিতরের পঞ্চম দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : সিঙ্গার ভার্সেস প্রেজেন্টার। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা : ইভান সাইর। অংশগ্রহণে নীল, ফারজানা বীথি, ঐশী, ঝিলিক, সারিকা ও নন্দিতা। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নীল পাহাড়ের ধারে। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে আদিবাসী নৃত্যশিল্পী। ৯টায় নাটক : প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন। রচনা : নূর সিদ্দিকী। পরিচালনা : তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, পূর্ণিমা, ইরেশ যাকের প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : মোস্ট ওয়েলকাম। পরিচালনা : অনন্য মামুন। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, রাজ্জাক, মিশা সওদাগর, স্নেহা উল্লাল, সোহেল রানা, বাপ্পারাজ, রাধিকা, আহমেদ শরীফ, কাবিলা প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : কিং খান। পরিচালনা : মোহাম্মদ হোসেন জেমি। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, মিমো, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৫। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০৫। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : না বলা কথা। গল্প : মোশাররফ করিম। চিত্রনাট্য : সা’দত রাসেল। পরিচালনা : মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা করিম জুঁই, সামিয়া নাহিদ, নান্নু, আল নাহিয়ান, রানা প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৫। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : কেমন আছেন দুলাভাই। রচনা : সাইফুর রহমান কাজল। পরিচালনা : নাজমূল রনি। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, ফখরুল বাশার মাসুম প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : থানা থেকে আসছি। রচনা : শফিকুর রহমান শান্তনু। পরিচালনা : অলক হাসান। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাফা কবির, রাশেদ মামুন অপু, আশরাফুল সোহাগ প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : সুবীর নন্দী। প্রযোজনা : হুমায়ূন ফরিদ। উপস্থাপনা : ইভান সাইর। শিল্পী : ইউসুফ ও নদী।
ঈদুল ফিতরের ষষ্ঠ দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : খেলা খেলা সারাবেলা। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা : শ্রাবণ্য তৌহিদা। অংশগ্রহণে তাসকিন, সৌম্য সরকার, আব্রিন ও মারিয়া নূর। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নৃত্যযোগ। প্রযোজনা : হাসান ইউসুফ খান। অংশগ্রহণে বিশ্বের পাঁচটি দেশের নাচ। ৯টায় নাটক : ভালোবাসি তুমি আমি। রচনা : চয়ন দেব। পরিচালনা : নাজমূল রনি। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : শিকারি। পরিচালনা : জয়দীপ মুখার্জি ও জাকির হোসেন। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী, রাহুল দেব, সুব্রত বড়ুয়া, সব্যসাচী চট্টোপাধ্যায়, খারাজ বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, অমিত হাসান, রেবেকা রউফ, শিবা শানু প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি : ভালোবাসা সীমাহীন। পরিচালনা : শাহ আলম মণ্ডল। অভিনয়ে পরী মণি, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৬। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০৬। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : আবার ভালোবাসার সাধ জাগে। গান : কাজী নজরুল ইসলাম। চিত্রনাট্য : সারওয়ার রেজা জিমি। পরিচালনা : তুহিন হোসেন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, শেলী আহসান প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৬। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : পিলো প্রবলেম। রচনা : মুনতাহা বৃত্তা। পরিচালনা : আলমগীর রুমান। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : ডার্ক রুম। রচনা : দাউদ হোসাইন রনি। পরিচালনা : আরিফ এ আহনাফ। অভিনয়ে ইরেশ যাকের, অর্ষা, মৌসুমী মৌ, সামিয়া অথৈ প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : এন্ড্রু কিশোর। প্রযোজনা : হাসান ইউসুফ খান। উপস্থাপনা : আফরোজা সুমি। শিল্পী : রাজিব ও প্রিয়াংকা বিশ্বাস।
ঈদুল ফিতরের সপ্তম দিন
সকাল ৮টায় সেলিব্রেটি শো : খেলা খেলা সারাবেলা। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা : শ্রাবণ্য তৌহিদা। অংশগ্রহণে তাসকিন, সৌম্য সরকার, আব্রিন ও মারিয়া নূর। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : ধিতাং ধিতাং বোল। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে চাঁদনী, উপমা, লাবণ্য, অনন্যা বণিক ও রুহী। ৯টায় নাটক : ফিরে তাকাও। রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত। অভিনয়ে তাহসান, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিণ, ফখরুল বাশার মাসুম, সাঈকা আহমেদ প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : প্রেমী ও প্রেমী। পরিচালনা : জাকির হোসেন রাজু। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, আমজাদ হোসেন, প্রবীর মিত্র, রেবেকা, শিবা শানু প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি অংক। পরিচালনা : শাহীন সুমন। অভিনয়ে মারুফ, রত্না, ইমন, ডিপজল, সাহারা, দিতি, ইলিয়াম কোবরা, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৭। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : শেফালির প্রেমিকেরা। পর্ব ০৭। রচনা : কাজী শাহিদুল ইসলাম। পরিচালক: সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।
রাত ৮টায় নাটক : পরী। মূল গল্প : সা’দত হোসেন মান্টো। নাট্যরূপ : জোনায়েদ রশীদ। পরিচালনা : মোরশেদ হিমাদ্রী হিমু। অভিনয়ে জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, মাহমুদুল ইসলাম মিঠু, নাসিরুদ্দিন খান, হিন্দোল রায়, ইয়াসমিন পাপিয়া, মৌরী মনি, জান্নাতুল ফেরদৌস ঋতু প্রমুখ। ৯টায় ধারাবাহিক নাটক : কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৭। রচনা : বৃন্দাবন দাশ। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : ডান্সিং কার। রচনা ও পরিচালনা : জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে মিশু সাব্বির, মুমতাহিনা টয়া, আনোয়ার হোসেন, মুশফিকুর শুভ প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক : আমি কিন্তু সিরিয়াস। রচনা : সঞ্জয় কান্ত। পরিচালনা : রুবেল রানা। অভিনয়ে সৈয়দ জামান শাওন, সারিকা সাবা, ঝুনা চৌধুরী, আরিফ, শিশির, কবিতা চৌধুরী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : শাহনাজ রহমতুল্লাহ। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা : লাবণ্য। শিল্পী : হৈমন্তী রক্ষিত ও মুহিন।