‘জওয়ান’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘জওয়ান’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেললেন শাহরুখ খান। এর আগে ২রা জুন ‘জওয়ান’ ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল। তবে শাহরুখ শনিবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। পাশাপাশি শেয়ার করলেন একটি পোস্টারও। ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
এতে শাহরুখ জানিয়েছেন, হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেও শোনা গিয়েছিল ছবির ট্রেলার তৈরি এবং নির্ধারিত দিনেই (২রা জুন) ছবির মুক্তির জন্য তৈরি রয়েছেন নির্মাতারা। তবে মাঝে এমনটাই শোনা যায় যে, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ভিএফএক্সের কাজে সময় লাগবে, তাই পিছাতে পারে ছবির মুক্তি। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হল ‘জওয়ান’ মুক্তির তারিখ।
জওয়ান ২০২৩ এর একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যা রচনা ও পরিচালনা করেছেন অ্যাটলি। এতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন এবং সাথে বিজয় সেতুপতি ও নয়নতারা প্রধান ভূমিকায় রয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বরে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং ঔরঙ্গাবাদে চিত্রগ্রহণের মাধ্যমে ছবিটির কাজ শুরু হয়।