আরিফিন শুভ ও ঐশীর সেই ছবির রহস্য জানা গেল
‘তোরে এতো ভালোবাসি আর বলবো কতবার… যদি হারাস একটি বার মরে যাব শতবার’—২৫ নভেম্বর এই দুই লাইন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের পর থেকেই রহস্যে ঢাকা কৌতূহল ছড়িয়েছিল আরিফিন শুভ ও জন্নাতুল ফেরদৌস ঐশীকে ঘিরে। ঠিক ৭ দিন পর মিলল সেই অপেক্ষার উত্তর।
আজ ২ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ হলো রায়হান রাফীর আলোচিত ‘নূর’-এর প্রথম গান ‘স্বপ্ন’। সেই গানেই এই কথাগুলো বলতে বলতে ঐশীর প্রতি মনের আর্তি জানান শুভ। গানের সুরে যেন ধরা পড়েছে অপেক্ষার টান, প্রেমের নীরব কাঁপন আর হারানোর আশঙ্কা। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন।
প্রকাশের পর অল্প সময়েই গানের ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, খুব শিগগিরই ‘নূর’ দেখা যাবে বায়োস্কোপ প্লাসে। রায়হান রাফীর নির্মাণে এক বিশেষ প্রেমকথায় তুলে ধরা হয়েছে শুভ ও ঐশীর পর্দার সম্পর্কের ভেতরের টানাপোড়েন।

বিনোদন ডেস্ক