তৃতীয় সন্তানকে পরিচয় করিয়ে দিলেন কারিনা!
ভক্তদের সুখবর দিলেন বলিউড ডিভা কারিনা কাপুর খান। গতকাল শুক্রবার প্রকাশ হয়েছে মাতৃত্ব নিয়ে তাঁর লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’। অন্তর্জালে মজার একটি টিজার প্রকাশ করেছেন এ নায়িকা। সেই সঙ্গে প্রকাশ করেছেন এ বই লেখার অভিজ্ঞতার টুকরো।
বই প্রকাশের পর কারিনা যেমন উৎফুল্ল, তেমনই একটা ভীতি কাজ করছে তাঁর মনে। নিজের বইকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন ‘তৃতীয় সন্তান’ হিসেবে।
এর আগে বেবো তাঁর ভক্তদের উদ্দেশে একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে, যেটি আলট্রাসাউন্ড স্ক্যানের ছবি।
পরে কারিনা একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে, সেখানেই বইটির শুভ সূচনা করেন। বইটিতে কারিনার দুবার মা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালে সাইফ ও কারিনার কোলজুড়ে আসে প্রথম পুত্রসন্তান তৈমুর আলি খান। আর এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্রসন্তানের মা হন কারিনা।
সাইফিনার দ্বিতীয় ছেলের নাম জে। আর এ খবর নিশ্চিত করেছেন কারিনার বাবা রণধীর কাপুর। ই-টাইমসকে রণধীর কাপুর বলেন, ‘হ্যাঁ, কারিনা ও সাইফের ছোট ছেলের নাম জে রাখা হয়েছে।’ এ বর্ষীয়ান অভিনেতা আরও জানান, এক সপ্তাহ আগে এ নাম চূড়ান্ত করা হয়েছে।
কারিনা কাপুর এখনও তাঁর দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দেননি। যদিও গেল মা দিবসে নবজাতকের এক ঝলক প্রকাশ করেছিলেন এ চিত্রনায়িকা। সেই ছবিতে দেখা যায়, তৈমুর আলি খানের কোলে ছোট্ট ভাইকে।
আপনারা কি জানেন, জে নামের অর্থ কী। নামটি পুরুষবাচক এবং এটি লাতিন ভাষা থেকে নেওয়া, যার অর্থ ‘নীল ঝুঁটিওয়ালা পাখি’। গত বছর লকডাউন চলাকালে মা হওয়ার ঘোষণা দেন কারিনা আর ফেব্রুয়ারিতে সন্তান প্রসব করেন তিনি। গণমাধ্যম থেকে দ্বিতীয় সন্তানকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাইফিনা।
কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। দ্বিতীয় সন্তান জন্মের এক মাস পর কাজে ফেরেন কারিনা কাপুর খান। তাঁকে আগামীতে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে।