দেশে মুক্তির আগের দিন ‘রেহানা’র অস্ট্রেলিয়া জয়
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে’র (অ্যাপসা) ১৪তম আসরে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা যৌথভাবে গ্র্যান্ড জুরি প্রাইজ (দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার) জিতেছে। একই সঙ্গে সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন জয় করেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
এবারের আসরে ২৫টি দেশের ৩৮টি সিনেমা লড়েছে অ্যাপসা পুরস্কারের জন্য। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন, অস্ট্রেলিয়ার ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লেজেন্ড অব মলি জনসন’ সিনেমার সঙ্গে গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছেন বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। আর ইসরায়েলের আলেনা ওয়াইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিসকে হারিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির আলোচিত ছবি ‘ড্রাইভ মাই কার’।
এ প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভাষ্য, ‘চোখ ভিজে আসছে আনন্দে। বাংলাদেশে সিনেমাটা মুক্তির আগের দিন একটা সংবাদ পেলাম। পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।’
শুক্রবার (১২ নভেম্বর) দেশের চার জেলায় মুক্তি পাচ্ছে কান চলচ্চিত্র উৎসব ফেরত ‘রেহানা মরিয়ম নূর’। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা।
বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।