পরী এখন বলছেন, আমরা ৩ দিন ধরে একই ছাদের নিচে আছি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/22/razz_pori_2.jpg)
সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে চলমান বিচ্ছেদ ইস্যু নিয়ে চিত্রনায়িকা পরী মণি এখন বলছেন, তাঁরা এখন একই ছাদের নিচে বসবাস করছেন।
পরীর আজ (৫ জানুয়ারি) বিকালের ভাষ্যে সেটা এমন, ‘আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব।’
পরীর এমন দাবি প্রসঙ্গে কোন মন্তব্য পাওয়া যাইনি শরিফুল রাজের।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/22/272120094_5133487956703545_409169288784966772_n.jpg)
এর আগে গতকাল রাতে এক চিত্রনায়িকা তাঁর সঙ্গে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ছবি প্রকাশ্যে নিয়ে এসে দাবি করেন, রাজ-পরীর মাঝে সকল ঝামেলা মিটমাট হয়ে গেছে। যদিও সকালে সেই স্ট্যাটাস সরিয়ে ফেলেন সেই চিত্রনায়িকা।
৩০ ডিসেম্বর মধ্যরাতে পরী মণি এক স্ট্যাটাসে জানান, তিনি রাজকে তাঁর জীবন থেকে মুক্ত করে দিয়েছেন। এরপর শরিফুল রাজও জানান তিনি আর পরীর সঙ্গে থাকছেন না। এখন সময়ই বলে দেবে এই দম্পতির ভাগ্য সাবেক নাকি বর্তমান থাকছে।