প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ
নাশিদ কামাল ও আরমীন মুসা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমীন মুসার ‘জাগো পিয়া’ গান।
এবারের ৬৫তম আসরে অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুওয়াত’ নামে তাঁদের অ্যালবাম মনোনীত হয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনও শিল্পীর গান গ্র্যামির মতো আয়োজনে মনোনীত হলো।
‘জাগো পিয়া’ লিখেছেন নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তাঁরই মেয়ে আরমীন মুসা। নাশিদ কামাল একজন প্রখ্যাত বাংলাদেশি কণ্ঠশিল্পী, লেখক ও অধ্যাপক। আর আরমীন একজন প্রখ্যাত বাংলাদেশি গায়ক-সুরকার; যিনি ‘ভ্রমর কইও’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।
গ্র্যামি অ্যাওয়ার্ড আসর বসবে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি।

বিনোদন ডেস্ক