ফের হাসপাতালে এ টি এম শামসুজ্জামান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/17/atm.jpg)
বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাঁকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী রুনি জামান। তিনি বলেন, ‘উনার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। আগের চেয়ে অবস্থা ভালো। উনাকে হাসপাতালে রাখা হবে আজ।’
হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে এ টি এম শামসুজ্জামানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আইসোলেশনে নেওয়া হয়। তাঁর করোনার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। যখন তাঁকে আইসোলেশনে নেওয়া হয়, তখন অভিনেতা বেশ স্বাভাবিক ছিলেন।
এর আগেও একাধিক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে বিভিন্ন সময় ভর্তি ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
এ টি এম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। অভিনয়ের জন্য তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।