বাগদানের ৭ বছর পর বিয়ে করলেন তানভি
তাঁদের প্রেমের সম্পর্ক ১০ বছরের বেশি। আংটিবদল করেছেন সাত বছরেরও বেশি আগে। বিয়ে নিয়ে বহু জল্পনা চলছিল। অবশেষে চার হাত এক করেছেন ‘পবিত্র রিশতা’খ্যাত অভিনেত্রী তানভি ঠাক্কার ও আদিত্য কাপাডিয়া।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গত ১৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক আদিত্যকে বিয়ে করেছেন তানভি। শাহীর শেখ ও রুচিকা কাপুরের মতোই তাঁরা কোর্ট ম্যারেজ করেছেন। বাগদান-পরবর্তী ধাপে পৌঁছাতে তানভি-আদিত্য দম্পতির সময় লাগল সাত বছরের বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে বেশ কিছু ভালোবাসাময় ছবি পোস্ট করেছেন তানভি। ভিন্নধর্মী শাড়িতে দারুণ লাগছে ছোট পর্দার এ সুন্দরীকে। আর আদিত্য পরেছেন অফ-হোয়াইট কুর্তা-পায়জামা, ম্যাচ করে পরেছেন জ্যাকেট।
তবে তাঁদের বিয়ের আয়োজন আড়ম্বরপূর্ণ ছিল না। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে আদিত্য কাপাডিয়া বলেন, ‘১০ বছর ধরে আমরা পরস্পরকে জানি, তাই বিয়েটা আমাদের কাছে নতুন কিছু নয়। বহু বছর আগেই আমরা হৃদয় ও মনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। ছোট আয়োজনে বিয়ে হওয়ায় আমি খুশি; কারণ, আমি শান্ত এবং ভিড় ভয় পাই। এটা ছিল দারুণ আর মিষ্টি অভিজ্ঞতা।’
আর তানভির উচ্ছ্বাসভরা ভাষ্য, ‘আমি খুশি যে এমন একজনকে বিয়ে করেছি, যে বহু বছর ধরে আমার সেরা বন্ধু।’
‘মহাব্বত’, ‘শাকা লাকা বুম বুম’ ও ‘কোড রেড’-এর মতো শো দিয়ে খ্যাতি কুড়িয়েছেন আদিত্য। আর তানভি অভিনীত জনপ্রিয় শোর মধ্যে উল্লেখযোগ্য ‘ইয়ে ইশক হায়ে’, ‘মিলে জব হাম তুম’, ‘সর্বগুণ সম্পন্ন’, ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ও ‘পবিত্র রিশতা’। ‘এক দুসরে সে করতে হ্যায় পেয়ার হাম’-এর সেটে দেখা হয় এ যুগলের, আর তারপর ইতিহাস।

বিনোদন ডেস্ক