বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের বাবা মনির হোসেন মন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন কোনালের মা-বাবা দুজনই। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও চিরবিদায় নিলেন বাবা। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এমনটিই জানিয়েছেন কোনালের স্বামী সাংবাদিক মনজুর কাদের জিয়া।
মনজুর কাদের জিয়া জানান, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর প্রথমে তাঁর শ্বশুরকে ভর্তি করানো হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় গতকাল শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এক দিনের মাথায় মারা গেলেন তিনি।
এনটিভি অনলাইনকে মনজুর কাদের জিয়া বলেন, ‘মা-বাবা ছিলেন কোনালের কাছে তার ছেলেমেয়ের মতো। মাকে খবরটি এখনো জানানো হয়নি। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন। বাবার খবরটি কেমন করে জানাব, সেটাও আমরা ভেবে পাচ্ছি না। কোনাল আমার সঙ্গে আছে। ওকে কী বলে সান্ত্বনা দেব, সেটা বোঝার শক্তিও নেই আমার। সবার কাছে দোয়া চাই বাবার জন্য। তিনি যেন পরপারে শান্তিতে থাকেন।’
মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মনির হোসেন মন্টু। হাসপাতাল থেকে মনির হোসেন মন্টুর মরদেহ কেরানীগঞ্জে নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।