বিবাহবিচ্ছেদ অত্যন্ত যন্ত্রণার : সামান্থা
বিবাহবিচ্ছেদকে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া’ আখ্যা দিয়েছেন এক সপ্তাহ আগে সংসারজীবনের ইতি টানা জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা। ব্যক্তিগত সংকটে এক ভক্ত তাঁর পাশে দাঁড়ানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন এ চিত্রনায়িকা।
গেল ২ অক্টোবর চার বছরের সংসারজীবনের ইতি টানেন সামান্থা। সামাজিক পাতায় এক যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে ‘আক্কিনেনি’ পদবি নাম থেকে তুলে দিয়ে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন চিত্রনায়িকা। পরে পুরোনো নামে ফেরেন সামান্থা। সামাজিক পাতায় এখন তিনি সামান্থা রুথ প্রভু।
যন্ত্রণায় দিন কাটছে সামান্থার। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। অভিনেত্রী সেসব বিষয়ে মুখ না খুললেও এক ভক্ত তাঁর পাশে দাঁড়ান। মিথ্যাচার খণ্ডন করেন। তাঁকে ধন্যবাদ দিতে ভুল করেননি সামান্থা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভক্তের উদ্দেশে সামান্থা লিখেছেন, ‘ব্যক্তিগত এ সংকটকালে তোমার ভালোবাসায় মুগ্ধ আমি—তোমার গভীর সমবেদনা, উদ্বেগ ও আমার বিরুদ্ধে যত মিথ্যা গালগল্প ছড়িয়েছে, তার বিপক্ষে দাঁড়ানোর জন্য।’
‘ওরা বলছে আমার সম্পর্ক ছিল, কখনও সন্তান নিতে চাইনি, আমি সুবিধাভোগী। এমনকি এ-ও বলেছে, আমি গর্ভপাত করিয়েছিলাম। বিবাহবিচ্ছেদ অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। একটু শ্বাস নিতে আমার একা থাকা দরকার। এসব ব্যক্তিগত আক্রমণ সত্যিই নিষ্করুণ। কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এসব কখনও মেনে নেব না। তারা যা-ই বলুক, ভেঙে পড়ব না,’ যোগ করেন সামান্থা।
বিচ্ছেদের পর প্রথম সোশ্যাল পোস্টে নিজেকে বদলানোর বার্তা দিয়েছিলেন সামান্থা। তাঁর ভাষ্যে, ‘যদি পৃথিবীকে বদলাতে চাই, তবে আগে নিজেকে বদলাতে হবে। স্বশয্যা তৈরি করতে হবে। তাক থেকে সরাতে হবে ধুলোময়লা। দিবাস্বপ্ন দেখলে চলবে না এবং আমি সেটা করতে চাই।’
২০১৭ সালের ৭ অক্টোবর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা। ভারতীয় গণমাধ্যমে দীর্ঘদিন দক্ষিণী এই ডিভার বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল।
সম্প্রতি সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।