রাখি সাওয়ান্ত এখন ‘ফাতিমা’, মা হচ্ছেন বলেই বিয়ের খবর প্রকাশ্যে?
বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত ফের বিয়ের খবর প্রকাশ্যে নিয়ে এসেছেন সম্প্রতি। এরপরই গুঞ্জন রটেছে গর্ভবতী হয়ে পড়েছেন বলেই নাকি আদিল খানের সঙ্গে বিয়ের গোপন খবর নিজেই ফাঁস করেছেন তিনি।
রাখী কি সত্যিই অন্তঃসত্ত্বা? বার্তা সংস্থা এএনআইয়ের পক্ষে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাখি বলেছেন, ‘মন্তব্য করতে চাই না।”
সম্প্রতি রাখি জানিয়েছেন, গত বছর মে মাসে বিয়ে করেন প্রেমিক আদিল খানকে সঙ্গে। এখানেই শেষ নয়, আদিল খানকে বিয়ে করার জন্য নাকি ধর্মও পরিবর্তন করেছেন রাখি। তাঁর নতুন নাম রাখী সাওয়ান্ত ফতিমা; খবর ভারতীয় একাধিক গণমাধ্যমের।
বিয়ের খবর প্রথম থেকেই রাখী স্বীকার করলেও কিছুতেই মানতে চাইছিলেন না আদিল। পরে অবশ্য স্বীকার করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে আদিল জানান, তিনি রাখীর সঙ্গে বিবাহিত। তবে পরিবার এখনও রাখীকে মেনে নিতে পারেনি। তাঁরা আশা করছেন, সব ঠিক হয়ে যাবে।