সামান্থার প্রথম আইটেম গান নিষিদ্ধের দাবি
পুরুষকে ‘কামুক ও মানসিকভাবে বিকৃত’ হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে নিষিদ্ধের দাবি উঠেছে দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভুর প্রথম আইটেম গান ‘ও অন্তভ’।
পিঙ্কভিলার বরাতে বলিউড বাবলের খবর, সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার ‘ও অন্তভ’ আইটেম গানটি আইনি জটিলতায় পড়েছে। অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থা ওই গান নিষিদ্ধের দাবি তুলে মামলা ঠুকেছে।
ওই সংস্থার অভিযোগ, গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং কামুক হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সুকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।