হাঁটাচলা করতে পারেন না ভক্ত, চিকিৎসায় থাইল্যান্ড নিয়ে যাবেন অনন্ত
বগুড়া শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে থাকেন ২৮ বছর বয়সী রানা আহম্মেদ, থাকেন কাহালু উপজেলার নিমেরপাড়া গ্রামে। তিনি ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের ভক্ত।
রানা অনন্ত জলিলের কেমন ভক্ত? সেই প্রশ্নের উত্তর, এই রানার আমন্ত্রণে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে উড়ে রানার বাসয় দাওয়াত খেয়ে এসেছেন স্ত্রী বর্ষাকে নিয়ে; ছিলেন এক ঘণ্টা।
সোহেল রানার সঙ্গে পরিচয় অনন্ত জলিলের বেশ আগেই। সাত বছর বয়সে তাঁর বাঁ পায়ে সমস্যা দেখা দেয়। অর্থাভাবে চিকিৎসা সম্ভব হয়নি।
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারে বগুড়ায় গিয়ে প্রথমে এই রানার বাসায় গিয়েছেন অনন্ত। তাঁর চিকিৎসায় নগদ দুই লাখ টাকা অর্থসহায়তা দিয়েছেন। সঙ্গে কথা দিয়েছেন তাঁকে চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যাবেন।
অনন্ত জানিয়েছেন, ‘আজকে বগুড়া আসার একটি বড় কারণ রানা। ওকে থাইল্যান্ড নিয়ে যাব চিকিৎসার জন্য। আমি চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
রানার বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে তাঁকে নিয়েই মধুবন সিনেপ্লেক্সে ‘দিন: দ্য ডে’ দেখতে যান।
‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।