হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সায়রা বানু
উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গত ২৮ আগস্ট মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রয়াত প্রখ্যাত ভারতীয় অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু (৭৭)। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
এনডিটিভির অনলাইন সংস্করণের খবর, সায়রা বানুর পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, সায়রা বানু বাসায় ফিরেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন সুস্থ আছেন এবং বিশ্রাম নিচ্ছেন।
রোববার বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সায়রা বানুকে স্থানান্তর করা হয়েছে। তিনি সুস্থ আছেন। দু-এক দিনের মধ্যে তাঁকে ছাড়পত্র দেওয়া হবে।
গত ৭ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান দিলীপ কুমার। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে সায়রা বানু-দিলীপ কুমারের প্রেমকাহিনি যেন সিনেমার মতোই। ব্যক্তিগত জীবনে নানান উত্থান-পতন সত্ত্বেও দিলীপ কুমারকে কখনও কাছ ছাড়া করেননি অসমবয়সী সায়রা বানু।