ছবির মহরতে অংশ নিতে সোহম ঢাকায়
কলকাতার নায়ক সোহম এখন ঢাকায়। আজ ১৫ জুন রবিবার সন্ধ্যায় ঢাকায় একটি অভিজাত হোটেলে ‘রকেট’ নামের একটি ছবির মহরতে অংশ নেবেন তিনি। ‘রকেট’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ। ঢাকায় আসার আগে সোহম গত কয়েক দিন থাইল্যান্ডে বাংলাদেশের আরেকটি ছবি ‘আমার প্রেম তুমি’-এর শুটিং করছিলেন। সাথে ছিলেন বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাত। সেখান থেকেই সরাসরি আজ ঢাকায় উড়ে এলেন নায়ক সোহম। ‘রকেট’ নামের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস এবং ভারতের ডাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড।
বিমানবন্দের সোহমকে অভ্যর্থনা জানাতে যান ‘রকেট’ ছবির প্রযোজক, বাংলাদেশের অসংখ্য হিট ছবির নেপথ্যের মানুষ কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি বিমানবন্দর থেকে এনটিভি অনলাইনকে বলেন, “সোহমের পেশাদারত্ব আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হচ্ছে ‘রকেট’ ছবিটি আমার জীবনের অন্যরকম একটা ছবি হতে যাচ্ছে।”
‘রকেট’ ছবির মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরো উপস্থিত থাকবেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিমসহ চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

মাজহার বাবু