আমার দাদুর বাড়ি ময়মনসিংহে : সোহম
কলকাতার জনপ্রিয় নায়ক সোহম কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রে। ‘রকেট’ নামে এই ছবির মহরত হয়ে গেল গতকাল ১৫ জুন, রোববার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে। এ সময় সেখানে সোহম ছাড়াও প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। যৌথ প্রযোজনার এই ছবি পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ। আগামী কোরবানির ঈদের পরই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। এ ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করছেন মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।urgentPhoto
অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম বলেন, ‘বাংলাদেশে আসার ইচ্ছা আমার বহুদিনের। কারণ, আমার দাদুর বাড়ি ছিল ময়মনসিংহে। ছবির কাজে হলেও আসতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের, যাঁরা এই ছবির মাধ্যমে দুই বাংলাকে এক করার আরেকটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি গর্বিত বোধ করছি, এ আয়োজনে নিজেকে যুক্ত করতে পেরে। সবাই বক্তব্যে বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। আসলে আমাদের কলকাতার অবস্থা যে খুব ভালো, তা নয়। তবে ভালো কাজ দিয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করা সম্ভব। তবে এটা কারো একার পক্ষে সম্ভব নয়। কারণ, একটা চলচ্চিত্র নির্মাণে একজন শিল্পী হলেই হয় না। পুরো টিমটাকেই পরিপূর্ণ হতে হয়।’
মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘এই ছবি নিয়ে আমি আগে থেকেই অনেক আগ্রহী। কারণ, আমি ব্যক্তিগতভাবে নায়ক সোহমের ফ্যান। তা ছাড়া এই ছবির পরিচালক রাজা চান্দের সঙ্গে আমি বিগত দিনে বিজ্ঞাপনের কাজ করেছি; কিন্তু চলচ্চিত্র এটাই প্রথম। আমার আশা থাকবে, আমরা সবাই মিলে ভালো একটা ছবি উপহার দিতে পারব।’
ভারতের পরিচালক রাজা চান্দ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও এক অডিও বার্তায় তিনি সবার কাছে আশীর্বাদ চান। এবং আশা প্রকাশ করে বলেন, ‘দুই বাংলার শুধু ভাষাই এক নয়, মানুষের চাওয়াও এক। সবাই মিলে কাজ করলে দুই বাংলার চলচ্চিত্রকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারব।’
ঢাকায় আসার আগে সোহম গত কয়েক দিন থাইল্যান্ডে বাংলাদেশের আরেকটি যৌথ প্রযোজনার ছবি ‘আমার প্রেম তুমি’র শুটিং করছিলেন। সঙ্গে ছিলেন বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাত। সেখান থেকেই সরাসরি গতকাল ঢাকায় উড়ে এলেন নায়ক সোহম। ‘রকেট’ নামে এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস এবং ভারতের ডাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড।

মাজহার বাবু