মিমের নতুন নায়ক সোহম
গতকাল মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের সুনয়না নায়িকা মিম। মিমের নায়ক হিসেবে থাকবেন কলকাতার নায়ক সোহম। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ।
মুঠোফোনে মিম বলেন, ‘ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে ছবির গল্প সংক্ষেপ যা শুনেছি তাতে মনে হয়েছে ছবিটি অনেক ভালো হবে। কলকাতা ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে। আসছে জুন মাসের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা বলে জানিয়েছেন পরিচালক।’
ঢাকাই চলচ্চিত্রে মিম শীর্ষ নায়ক শাকিব খানসহ আরো অনেকের সঙ্গে কাজ করেছেন।সম্প্রতি শেষ করেছেন তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবির কাজ। ছবি দুটোতে মিমের বিপরীতে থাকছেন ইমন ও বাপ্পী।
মিম জানান চলচ্চিত্র এখন তাঁর প্রধান লক্ষ্য। চলচ্চিত্রজগতে একজন সফল অভিনেত্রী ও নায়িকা হিসেবে নিজেকে দেখতে চান তিনি। এ বছর আরো বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হবে বলে জানান মিম।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে বাংলাদেশের আনন্দদিন ফিল্মস ও কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

নাইস নূর