যৌথ প্রযোজনার ছবিতে কোণঠাসা ঢাকাই নায়করা
ইদানীং যৌথ প্রযোজনায় ছবি তৈরির হিড়িক পড়েছে। আর ভারতের সঙ্গে এসব যৌথ প্রযোজনার ছবিতে নায়ক হিসেবে নেওয়া হচ্ছে কলকাতার নায়কদের। ঢাকার প্রযোজক ও পরিচালকদের প্রথম পছন্দ কলকাতার নায়ক, ঢাকার নায়ক নয়।
আগামী কোরবানির ঈদে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ‘অগ্নি-২’ ছবির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নায়ক ওমের ছবি। বিজ্ঞাপন নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে কাজ করছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবিতে বর্তমানে কাজ করছেন কলকাতার নায়ক ইন্দ্রনীল। এসব ছবির নায়িকা অবশ্য বাংলাদেশের। জাজ মাল্টিমিডিয়া এরই মধ্যে ঘোষণা দিয়েছে, এ বছর তারা শুধু কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি করবে এবং এসব ছবিতে ধরে নেওয়া যায়, নায়ক নেওয়া হবে কলকাতা থেকেই। আর ২০১৭ সাল থেকে এই যৌথ প্রযোজনার কাজ হবে বলিউডের সঙ্গে, এমন ইচ্ছার কথা জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন ওম ও অঙ্কুশ। জাজের এই তালিকায় আরো যুক্ত হবেন সোহম। তিনি কিবরিয়া ফিল্মস প্রযোজিত ছবি ‘রকেট’-এ অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকায় ছবিটির মহরত হয়ে গেল গতকাল সোমবার। সজল আহমেদ পরিচালিত ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং লোকেশন থাইল্যান্ড থেকে সরাসরিই ঢাকায় আসেন সোহম।
এদিকে, পরিচালক ওয়াজেদ আলী সুমন নতুন সিনেমা ‘অঙ্গার’-এ সোহমকে নেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়াকে বলেছেন। কারণ হিসেবে তিনি বলছেন, ইন্দ্রনীল, ওম বা অঙ্কুশের তেমন জনপ্রিয়তা নেই বাংলাদেশে। অন্যদিকে ‘বোঝে না সে বোঝে না’র মতো সিনেমায় অভিনয় করে সোহম বাংলাদেশে বেশ জনপ্রিয়।
সম্প্রতি কলকাতার আরো দুই নায়ক জিৎ ও দেবের সঙ্গে কথা বলে এসেছেন পরিচালক শাহ আলম মণ্ডলের এক প্রতিনিধি। সবকিছু ঠিক থাকলে তাঁদেরও দেখা যাবে ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে।
কলকাতার সঙ্গে এসব ছবিতে ওপার বাংলার নায়কের সঙ্গে অবশ্য রাখা হচ্ছে ঢাকার নায়িকাদের। কিন্তু এসব ছবিতে ঠাঁই হচ্ছে না ঢালিউড নায়কদের। যৌথ প্রযোজনার ছবিতে জিৎ, দেব, ইন্দ্রনীল, ওম, অঙ্কুশ, সোহম—এঁদের দাপটে অনেকটা কোণঠাসাই বলতে হবে এপার বাংলার শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পী, সায়মন প্রমুখকে।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘যৌথ প্রযোজনায় ঢাকার নায়করা সুযোগ পাচ্ছেন না ঠিক, কিন্তু এটি তাঁরা নিয়ম মেনেই করছেন। যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশ থেকেই শিল্পী নিতে হয় এবং নেওয়াও হচ্ছে। বাংলাদেশের নায়করা সুযোগ পাচ্ছেন না প্রযোজকদের ইচ্ছার কারণে। কোন শিল্পী নিয়ে তাঁরা ছবি নির্মাণ করবেন, এটা একান্ত প্রযোজকের ব্যাপার। তবে নিয়ম মেনে সবাই বাংলাদেশের অনেক শিল্পীকেই ছবিতে নিচ্ছেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
সিনেমা হলে আগামী দিনে তাই শুধু ঢাকাই নায়কদের নয়, কলকাতার নায়কদেরও দেখতে পাবেন এ দেশের দর্শক। কাজেই স্বভাবতই ওপার বাংলার নায়কদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে এপার বাংলার নায়কদের।

মাজহার বাবু