ভোর ৪টায় দীপিকার জন্য বিমানবন্দরে রণবীর!
ডুবে ডুবে জল খাওয়া পর্বের সমাপ্তি ঘটেছে। এখন জল খেতে খেতে ডুবে যাওয়ার মতো অবস্থা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। বলিউডের এই জুটির প্রেমের কথা এখন কমবেশি সবাই জানেন। তাই তাঁদের মধ্যেও রাখঢাক কম এ বিষয়ে। গুজব রটেছে, শিগগির বিয়েও করতে যাচ্ছেন তাঁরা।
সেই বিয়ে হোক আর না হোক, দীপিকার ব্যাপারে রণবীর নিজের ‘সিরিয়াসনেস’ আরেকবার দেখিয়ে দিলেন। ভোর ৪টায় দীপিকাকে বিমানবন্দর থেকে রিসিভ করলেন তিনি! এর আগে পাক্কা তিন ঘণ্টা দীপিকার জন্য বিমানবন্দরের সামনে নিজের গাড়িতে বসে অপেক্ষা করেছেন তিনি। হাতে ছিল গোলাপি ফুলের তোড়া।
অবশ্য এ ব্যাপারে পাকা খবর দিতে পারেনি কেউ। ছবি এসেছে কিছু সাংবাদিকের হাতে। মিড ডে এবং টাইমস অব ইন্ডিয়া বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ছেপেছে এ খবর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার রাতে হলে বসে সিনেমা দেখছিলেন রণবীর। সিনেমা শেষ করে বের হন রাত ১টায়। সেখান থেকে সোজা বিমানবন্দর। ছুটি কাটাতে ভারতের বাইরে গিয়েছিলেন দীপিকা। তাঁকে রিসিভ করতেই ফুলসমেত বিমানবন্দরে হাজির রণবীর।
ফুল হাতে প্রেমিককে মধ্যরাতে বিমানবন্দরে দেখে খুশি হয়েছেন দীপিকা, সেটা তাঁর টোল পড়া হাসি দেখলেই বোঝা যায়!