ইমরানের মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা
অভিনয়শিল্পী খালেদা আক্তার কল্পনা নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ইমরানের গাওয়া গানটির শিরোনাম ‘নিশিরাতে’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।
মিউজিক ভিডিওতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। প্রায় তিন বছর পর কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন এ অভিনেত্রী। সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এতে আরো মডেল হিসেবে রয়েছেন আশফাক রানা ও সায়রা। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ভিডিওটি প্রযোজনা করছে সিডি চয়েস। কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে ভিডিওটির প্রচার শুরু হবে বলে জানান পরিচালক সৈকত রেজা।
রেজা আরো বলেন, “গানটির গল্প নিয়ে কাজ করতে করতে খালেদা আক্তার কল্পনার নামটি মাথায় আসে। প্রস্তাব দেওয়ার পর তিনি রাজি হন। এটা আমার জন্য অনেক সম্মানের। ‘নিশিরাতে’ গানটি তাহসান ও ইমরানের দ্বৈত গানের অ্যালবাম ‘মন কারিগর’ থেকে নেওয়া হয়েছে।”
অন্যদিকে খালেদা আক্তার কল্পনা বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য অনেক প্রস্তাবই পাই। তবে গল্প পছন্দ হয় না বলে করতে পারি না। এই গানটির গল্প খুব মনে ধরেছে। তাই করেছি। আমার বিশ্বাস, শ্রোতাদেরও পছন্দ হবে।’
সংগীতশিল্পী ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই খালেদা আক্তার কল্পনার অভিনয় দেখে আসছি। আমি তাঁর অনেক বড় একজন ফ্যান। তিনি আমার গানের সঙ্গে অভিনয় করেছেন ভাবতেই ভালো লাগছে।’

ফিচার ডেস্ক