আসছে চারণের প্রথম অ্যালবাম ‘হ্যামিলন ও ঢাকা’
এক ধরনের সামাজিক মূল্যবোধ থেকে চারণ ব্যান্ডের পথচলা শুরু ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। মেলো রক প্রকৃতির এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘হ্যামিলন ও ঢাকা’ বাজারে আসছে আগামী মাসে। ঈদুল আজহা উপলক্ষে অ্যালবামটি বাজারে ছাড়া হচ্ছে।
চারণ ব্যান্ডের প্রথম অ্যালবামে থাকছে আটটি গান। ‘গঙ্গা যমুনা’, ‘বৃষ্টি যেমন তার রং বদলায়’, ‘হ্যামিলন ও ঢাকা’, ‘সুখী মানুষের জামা’, ’৭১-এর চিঠি’ অ্যালবামের উল্লেখযোগ্য গান।
চারণ ব্যান্ডের বর্তমান লাইনআপ :
মামুন : ড্রামস
ফিরোজ : লিড গিটার
প্রিন্স : বেজ গিটার
মাহমুদ : ভোকাল
অন্তর : কিবোর্ড


ফিচার ডেস্ক