আমার ‘গাড়িপ্রেমী’ ছেলে বীর: বুবলী
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সামাজিক মাধ্যমে তাঁর ছেলে শেহজাদ খান বীরের নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায়। গত ৩ ডিসেম্বর দুপুরে বুবলী ছেলেকে নিয়ে একটি মার্সিডিজ-বেঞ্জের বিলাসবহুল গাড়ির শোরুমে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোতে দেখা যায়, ছোট্ট বীর লাল, নীলসহ বিভিন্ন রঙের গাড়ির পাশে দাঁড়িয়ে এবং গাড়ির ভেতরে বসে মুগ্ধ হয়ে পোজ দিচ্ছে। ছেলের গাড়িপ্রীতির কথা উল্লেখ করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘আমাদের গাড়িপ্রেমী ছেলে।’ মুহূর্তেই ছবিটি ভক্তদের নজর কাড়ে।
প্রসঙ্গত, শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর। যদিও বর্তমানে তারা আলাদা থাকেন, কিন্তু সন্তানের জন্য তাঁদের যোগাযোগ রয়েছে। সম্প্রতি বুবলী একটি ইভেন্টে মজার ছলে জানান, শাকিব খান নাকি বীরকে শিখিয়েছেন যে পছন্দের কোনো মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। বাবা-ছেলের এমন খুনসুটিতেই তাঁর মন ভরে যায়।

বিনোদন ডেস্ক