তাহসানের নতুন গান ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’
শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’ টেলিফিল্মে সংগীতশিল্পী তাহসান খান নতুন একটি গান গেয়েছেন। গানের শিরোনামও ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’ । গানটি লিখেছেন টি এম সাব্বির এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন বনী আহমাদ। ঢাকার মালিবাগের অন্তরা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয় গত বৃহস্পতিবার। টেলিফিল্মটিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তাহসান।
গানটি সম্পর্কে তাহসান জানান, এই টেলিছবির প্রয়োজনে তাঁকে নতুন গান গাইতে হয়েছে। গল্পের শেষ প্রান্তে এসে এই গানের মাধ্যমে ছয়জন মানুষ নিজেদের ভালোবাসার মানুষকে ফিরে পাবে।’
গানটির রচয়িতা সাব্বির বলেন, ‘গানটি লেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাটকের তিনটি ভিন্ন গল্পের সাথে লিরিকের সামঞ্জস্য করা। শিহাব শাহিনের মতো জনপ্রিয় পরিচালকের টেলিফিল্মের জন্য গান লেখা অবশ্যই এক বিশাল প্রাপ্তি, ব্যাপারটা আরো আনন্দময় হয় যখন গানটিতে কণ্ঠ দেন সবার প্রিয় শিল্পী তাহসান।’
গানের সুরকার ও সঙ্গীত পরিচালক বনী আহমাদ বলেন, ‘এটা শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে আমার তৃতীয় এবং তাহসান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। তাহসানের কণ্ঠে যেন গানটি পূর্ণতা পেয়েছে। আশা করি, সবাই দারুণ একটা টেলিফিল্মের সাথে সাথে চমৎকার একটি গানও পেতে যাচ্ছেন।’
পরিচালক শিহাব শাহীন বলে, ‘টেলিফিল্মটিতে সমসাময়িক তিনটি ভালোবাসার কাহিনী দেখানো হবে। আমাদের আশপাশে খেয়াল করলে দেখা যাবে অনেকের অনেক ভালোবাসার গল্প রয়েছে। সেগুলোই প্রকাশ করছি একসঙ্গে। টেলিফিল্মটির গল্পের প্রয়োজনেই গানটি করা হয়েছে।’
টেলিফিল্মটিতে তাহসান ছাড়া আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, অপূর্ব, মম, মিথিলা আনন্দ খালেদ, টয়া প্রমুখ। তারকাবহুল টেলিফিল্মটি আসছে ঈদে ঈদের ৩য় দিন দুপুর ২টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

ফিচার ডেস্ক