আদালতে সালমান ও তাঁর পরিবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430889726.jpg)
কী ঘটতে যাচ্ছে সালমানের ভাগ্যে? ছবি-এনডিটিভি
ভারতের স্থানীয় সময় বেলা সোয়া ১১ টা বেঁধে দেয়া ছিল সময়। এরই মধ্যে আদালতে পৌঁছে গেছেন সালমান খান, তাঁর দুই ভাই আরবাজ খান ও সোহাইল খান, বোন আলভিরা এবং অর্পিতা। এনডিটিভির খবর অনুযায়ী, আদালতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বিচারের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
সালমানের ছোট বোন অর্পিতা আজ সকাল সাড়ে ৯টার দিকে টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রার্থনা, সহযোগিতা এবং ভালবাসার জন্য। “আজকের দিনটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি আমরা একা নই। ভালবাসা আর আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ”।
আজ সালমান দোষী সাব্যস্ত হলে তার সাজা হতে পারে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সালমানের দাবী, এ সময় তিনি নন- গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার।