সম্মাননা পেলেন কুদ্দুস বয়াতি
বাংলাদেশে শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই বেশ জনপ্রিয় বাউলশিল্পী কুদ্দুস বয়াতি। গতকাল শুক্রবার তাঁকে সম্মাননা জানানো হয় কনজ্যুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবিদা সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক স্বপন কিবরিয়াসহ শিল্পী, সাহিত্যিক ও ব্যবসায়িক নেতারা।
অনুষ্ঠানে ডাইনামিক কনজ্যুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম নাজমুল হাসান বলেন, ‘আবহমান বাংলার পালাগান ও বাউলগানের অবদানের জন্য আবদুল কুদ্দুস বয়াতিকে আমরা সম্মাননা দিচ্ছি। আমার বাড়ি নেত্রকোনা জেলায়। আমি আর কুদ্দুস বয়াতি একই থানা শহরের বাসিন্দা। আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে সম্মাননা দিতে পারছি। তাঁর মতো শিল্পীরা সহজে কারো কাছে যেতে পারেন না। অথচ বিভিন্ন সমস্যা নিয়ে জীবন অতিবাহিত করেন। আমি সারা দেশের শিল্পপতিদের অনুরোধ করব আপনি আপনার এলাকার শিল্পীদের পাশে দাঁড়ান।’
সম্মাননা তুলে দেন ডাইনামিক কনজ্যুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান ও চেয়ারম্যান সাজিয়া আইরিন হাসান।
এই অনুষ্ঠানে ‘dew’ নামে নতুন কনজ্যুমার সামগ্রী যেমন- ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচার বল সাবান, লন্ড্রি সাবান ও বিউটি সোপের উৎপাদান ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়।

মাজহার বাবু