গায়ক ও লেখক লিওনার্দো কোহেন আর নেই
চলে গেলেন লিওনার্দো কোহেন। কানাডিয়ান এই গায়ক ও লেখক পাঁচ দশকজুড়ে তাঁর কথা ও সুরের মায়ায় জড়িয়ে রেখেছিলেন সবাইকে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে কোহেনের মৃত্যুর নির্দিষ্ট দিন-সময় বা কারণ জানানো হয়নি।
কোহেনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সনি মিউজিক কানাডা।
কোহেনের ছেলে অ্যাডাম লিখেছেন, ‘আমার বাবা লস অ্যাঞ্জেলেসে তাঁর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি যা বলতে চেয়েছেন, সারা জীবন তা তাঁর লেখনী ও গানের মাধ্যমে বলে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লিখে গেছেন।’
১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর কানাডার কুইবেকের ওয়েস্টমাউন্টে জন্মগ্রহণ করেছিলেন কোহেন। কোহেনের শুরুটা হয়েছিল কবিতা ও উপন্যাস দিয়ে। কিন্তু প্রথম দিকে উপন্যাসগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর পর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, শুরু করেন গান। ১৯৬৭ সালে ৩৩ বছর বয়সে কোহেনের প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
তাঁর লেখায় ও গানে ধর্ম, রাজনীতি, বিচ্ছিন্নতা, যৌনতা এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো উঠে এসেছে। ১৯৬০-এর দশকের পুরোটা জুড়েই গান ও লেখনীর মাধ্যমে তরুণদের মধ্যে দারুণ প্রভাব বিস্তার করেছিলেন কোহেন।
গত মাসেই কোহেনের সর্বশেষ অ্যালবাম ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ প্রকাশিত হয়। কোহেনের গানের কথায় বারবারই উঠে এসেছে বিশ্বাস, একাকিত্ব, যোগাযোগ, যুদ্ধ এবং রাজনীতির কথা। কোহেনের সবচেয়ে জনপ্রিয় গান ‘হালেলুয়াহ’। ১৯৮৪ সালে গানটি লিখেছিলেন তিনি। বব ডিলান থেকে জাস্টিন টিম্বারলেক পর্যন্ত দুই শতাধিক শিল্পী বিভিন্ন সময়ে গানটি গেয়েছেন, নতুন করে রেকর্ড করে মুক্তি দিয়েছেন।

ফিচার ডেস্ক