বিজয় দিবস উপলক্ষে পার্থিব ব্যান্ডের নতুন অ্যালবাম
তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ব্যান্ডদল পার্থিব। আগামী মাসে পার্থিব প্রকাশ করতে যাচ্ছে ‘স্বাগত বাংলাদেশে’ নামে নতুন গানের অ্যালবাম। অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে বাজারে আসবে।
পার্থিব ব্যান্ডের সদস্য আশফাকুল বারী রুমন জানান, তিন বছর ধরে ডজন খানেক গান তৈরি করেছেন তাঁরা। সেখান থেকে সেরা নয়টি গান চূড়ান্ত করেছেন এই অ্যালবামের জন্য।
‘স্বাগত বাংলাদেশে’ অ্যালবামটি সম্পর্কে রুমন বলেন, ‘এটিকে শুধু একটি গানের আ্যলবাম বলাটা হয়তো ঠিক হবে না। এটি একটি স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন। এক লাখ ৪৪ হাজার বর্গকিলোমিটারের ছোট্ট দেশ আমাদের বাংলাদেশ। আমাদের ইচ্ছা এবং চেষ্টা ছিল প্রিয় এই দেশটার হরেক রকম বৈচিত্র্য গানে গানে সবার কাছে তুলে ধরার। জানি না, আমরা কতটা সফল হয়েছি সে ব্যাপারে। তবে তিন বছরে চেষ্টার কোনো ঘাটতি রাখিনি। বাকি জবাব শ্রোতারাই দেবেন।’
রুমন আরো জানান, অ্যালবামের গানগুলোতে বায়ান্নর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সামগ্রিক এগিয়ে যাওয়া, ক্রিকেট, বৈশাখের উৎসব কিংবা ঈদের আনন্দসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ই ধারণ করার ছাপ রয়েছে। অ্যালবামটিতে আটটি বাংলা গানের পাশাপাশি বিদেশি শ্রোতাদের আকৃষ্ট করতে তৈরি হয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ গানটি।
অন্য গানগুলোর শিরোনাম হলো—‘স্বাগত বাংলাদেশে’, ‘আমরা বাঙালি’, ‘মুক্তিযুদ্ধ’, ‘বিজয়গাথা’, ‘বাংলাদেশ’, ‘বাংলার বাঘ’, ‘বৈশাখ’ ও ‘অপেক্ষার চাঁদ’। সবকটি গানের কথা ও সুর দিয়েছেন পার্থিব ব্যান্ডের লিড গিটারিস্ট রুমন। দলের অন্য সদস্যরা হলেন কিবোর্ড ও ভোকাল রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়ে কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনসে শুভ এবং অতিথি গিটারিস্ট হিসেবে সেলিম হায়দার।
২০০৩ সালে যাত্রা শুরু করেছিল পার্থিব। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বাউণ্ডুলে, চাঁদের আলোয় লাগল গ্রহণ, মা, ইমানে বলি ভালোবাসি, নিঝুম রাতে, উৎসর্গ নিজেকে, একা, জাদুকরি ভালোবাসা, বাউণ্ডুলে-২, ডুবে আছে মন ইত্যাদি।
পার্থিব ব্যান্ডের প্রকাশিত অ্যালবামগুলো হলো—বাউণ্ডুলে (২০০৫), উৎসর্গ নিজেকে (২০১১) এবং পার্থিব দ্য ডেফিনিটিভ অ্যালবাম (২০১৪)।

ফিচার ডেস্ক