বিয়ে আমার জীবনের প্রধান লক্ষ্য নয় : আমব্রিন!
‘বিপিএল শেষ, আপনারা আমাকে প্রতিদিন টিভিতে দেখেছেন কিন্তু কিছুদিন আর দেখা হবে না। আপনারা যেমন আমাকে মিস করবেন, তেমনি আমিও করব।’ কথাগুলো নিজের ভক্তদের উদ্দেশ্যে বলেছেন দেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
খেলা চলাকালীন দেশি ও বিদেশি অনেক খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে হয়েছে আমব্রিনকে। এক ভক্ত লাইভে তাঁর কাছে জানতে চান কোনো বিশেষ খেলোয়াড়ের প্রতি আমব্রিন ‘ক্রাশ খেয়েছেন’ কি না! জবাবে আমব্রিন ‘না’ বলেন।
খেলাসংক্রান্ত প্রশ্ন ছাড়াও আমব্রিনের চুলের স্টাইল ও ফ্যাশন নিয়েও ভক্তরা প্রশংসা করেন। এ ছাড়া কেউ কেউ আমব্রিনের প্রেম ও বিয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। আমব্রিনও সোজাসাপ্টা উত্তর দেন। তিনি বলেন, ‘বিয়ে তো ভাগ্যের ব্যাপার। মনের মতো কাউকে এখনো পাইনি। উপযুক্ত কোনো পাত্র পেলেই বিয়ে করব। তবে বিয়ে আমার জীবনের প্রধান লক্ষ্য নয়।’
ভবিষ্যতে আবারও ফেসবুকে লাইভে আসার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া কিছুদিন পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলার অনুষ্ঠানও তিনি উপস্থাপনা করবেন বলে জানান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উপস্থাপনা করে আলোচনায় এসেছিলেন আমব্রিন। এর ধারাবাহিকতায় চতুর্থ আসরেও উপস্থাপনা করেন। গতবারের তুলনায় এবার দ্বিগুণ প্রশংসা পেয়েছেন বলে এনটিভি অনলাইনকে জানান তিনি।
উপস্থাপনার পাশাপাশি আমব্রিন মডেলিং ও নাটকে অভিনয় করলেও এখন শুধুমাত্র উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকতে চান, এমনটাই জানালেন তিনি।

নাইস নূর